সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

পতাকা সমুন্নত রাখব স্বাধীনতা রক্ষা করব
প্রিন্ট
প্রকাশঃ : সোমবার ২৬/০৩/২০১৮

দেশের পতাকা সমুন্নত রাখতে জীবনের সর্বোচ্চ চেষ্টা অব্যহত থাকবে। ইনশাআল্লাহ!

"স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন" -ছাত্রজীবনে এই ভাব-সম্প্রসারনটা পড়তাম। তখন এটা ঠিক ভালোভাবে বুঝতাম না অথবা বুঝার মত সে পরিপক্বতাও সম্ভবত ছিলোনা! আজ স্বাধীন দেশের নাগরিক হিসেবে ছাত্রজীবন পার করে কিছুটা বুঝতে পারছি ..

 

"স্বাধীনতা" শব্দটা মনে হলে এক ধরনের অনুভূতি কাজ করে, একেবারে ভিন্নধর্মী অন্যরকম এক অনুভূতি!

এ অনুভূতি আরো বেশি গভীর হয় যখন চোখের সামনে ভেসে উঠে ফিলিস্থিন সিরিয়া ইরাক কাশ্মীর গাঁজায় যুদ্ধের চিত্র!

যখন দেখি নীরিহ মানুষের বিনা অপরাধে মৃত্যুর অমানবিক চিত্র! তাদের স্বাধীনতার জন্য আকুল আর্তচিৎকার শুনি...!

তখন নিজেকে একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে খুব বেশি ভাগ্যবান মনে হয়।

নামাজে আল্লাহর কাছে হাজারবার কৃতজ্ঞতা জানাই (আলহামদুলিল্লাহ)

 

আজ দেশের মানুষ পরাশক্তির হাত থেকে মুক্ত!

কিন্তু কেন জানি মনে হচ্ছে স্বাধীনতার আড়ালে আমরা আজো পরাধীন!

এই দেশের সরকার পরিবর্তন হয়! পরিবর্তন হয় স্বাধীনতার ছবি।

যারা সরকারী দল তারা সবকিছুতে স্বাধীনতা উপভোগ করে! সন্ত্রাসী, চাঁদাবাজী, হত্যা, চুরি, দুর্নীতি সবকিছু...

তারপর আবার সরকার পরিবর্তন হয় পরাধীন হয় আগের পার্টি!

নির্দিষ্ট বছর পরপর পরিবর্তিত হয় স্বাধীনতার ঘোষকের নাম খুব স্বাধীনভাবে!

আবার কেউ উলঙ্গ পশু হয়ে নাচগান আর মদ জুয়ায় ভেসে যাওয়ার স্বধীনতা খোজে।

মুক্তচিন্তার নামে অশ্লীলতা আর ইসলামের বিদ্বেষ ছড়াতে স্বাধীনতা চায়!

সাংবাদিকতার নামে মিথ্যাচারের স্বাধীনতার কথা আর নাইবা বললাম!

হায়রে আমার স্বাধীনতা !!!!

মনে পড়ে যায়, হায়দার হোসেনের সেই গানের কথা

"কী দেখার কথা কী দেখছি, কী শোনার কথা কী শুনছি,

কী বলার কথা কী বলছি, কী ভাবার কথা কী ভাবছি..

৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি"...

খুব হার্ট টাচিং গান!

এখন ২০১৮... স্বাধীনতার এত বছর পর-ও তাহলে কেন এই গান??

শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান কেমন স্বাধীনতা চেয়েছিলেন যা এখনো আমরা খুঁজছি ???

 

আমি স্বাধীনতা-যুদ্ধ দেখিনি, কিন্তু ভিডিওতে দেখেছি শেখ মুজিবের সেই কালজয়ী ভাষণ যা আমাকে ইমোশনাল করে তোলে, এখনো লোম দাঁড়িয়ে যায়!

কিছুটা বুঝতে পারি স্বাধীনতার জন্য কেন এই গান?

 

আমরা জানি পিলখানার ঘটনায় নিহত হয় অনেক আর্মি অফিসার যা কোন যুদ্ধেও হয়নি.. দেশের বুদ্ধিজীবিরা বিডিআর-আর্মি নিয়ে বিভিন্ন মন্তব্য করে..কেউ বলে , "আর্মি, নোও নীড, দে আর করাপ্টেড"..

কেউ আবার নিজেদেরকে স্বাধীনতার একমাত্র ধারক ও বাহক মনে করে একচেটিয়া পলিটিক্স করে।

১৯৭১ এ দেশের সূর্যসন্তানরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলো কি এইজন্য ???

 

মহান স্বাধীনতা দিবস..দেশের বিভিন্ন জায়গায় সেমিনার, আলোচনা, বিতর্ক, কবিতা-নাচ-গান হয়..

২৬ মার্চ কে নিয়ে অনেক বিশ্লেষণ হয়, কেবল আলোচিত হয়না স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যটা...

ব্যক্তিপূঁজা হয়, কিন্তু ব্যক্তি-জীবনি থেকে আমাদের শিক্ষা দেয়া হয়না..

আমাদেরকে শেখানো হয়না যে, "স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন",

বুঝানো হয়না, কিভাবে আমরা এই স্বাধীনতা রক্ষা করবো!

শুধু হয় দলীয় সঙ্কীর্ণ আলোচনা, স্বাধীনতার সময়ে কার কন্ট্রিবিউশন বেশি ছিলো, মুজিব নাকি জিয়া!

স্বাধীনতা দিবস যেন আজ কেবল লৌকিকতায় পরিনত!

১৯৭১ সালের এক রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা অর্জন করি আমাদের বহু কাঙ্খিত স্বাধীনতা !

১৯৭১ এর পর কত আলোচনা হলো , কত কবিতা রচনা হলো কিন্তু আমাদের অবস্থার কি কোন পরিবর্তন হয়েছে?

আমাদের ভিন্ন ভিন্ন বিশ্লেষণ থাকতে পারে স্বাধীনতা বিষয়ে কিন্তু আমি মনে করি চুড়ান্ত লক্ষ্য/গোল অভিন্ন..

আমরা কিভাবে আমাদের সেই লক্ষ্য অর্জন করবো সেটা আলোচনা করিনা!

আজকের তরুন প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যেমনটা উৎসাহিত, দেশের অনবরত অরাজনৈতিক অবস্থা তৈরী করা সন্ত্রাসের বিচারের জন্য তারা ততটা উৎসাহ পাচ্ছেনা !

 

আমাদের আসল ভুলটা হয়ত এখানে:- স্বাধীনতার পরেই আমরা এমন কোন লিডার তৈরী করতে পারিনি যে আমাদের পতাকার সম্মান রাখবে, স্বাধীনতা রক্ষা করবে!

 

যেসকল শহীদগন আত্মত্যাগের বিনিময়ে এ সুজলা সুফলা সুন্দর দেশটি আমাদের উপহার দিয়ে গেলেন তাদের জন্য দুয়া রেখে দেশ প্রেমের শপথে কথার ইতি টানছি!

 

- হাসনাইন মাহমুদ ছিদ্দিকী

২৬৭

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭