সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

সৌভাগ্য লাভের উপায়ঃ من اسباب السعادة
প্রিন্ট
প্রকাশঃ : সোমবার ২৭/১১/২০১৭

সৌভাগ্য লাভের উপায়ঃ من اسباب السعادة

১। সৎ কাজঃ العمل الصالح:-

قال سبحانه: من عمل صالحا من ذكر او انثي وهو مؤمن فلنحيينه حياة طيبة:

আল্লাহ পাক বলেছেন- পূরুষ কিংবা নারী যে কিউ ঈমানের সাথে কোন ভালোকাজ করবে আমি তাকে অবশ্যই পবিত্র উত্তম সৌভাগ্যবান জীবন দান করব।

 

২। নেককার স্ত্রীঃ الزوجة الصالحة

ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين.

মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের গুণ উল্লেখ করে বলেছেনঃ হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানিয়ে দাও। আল ফুরকান।

وقال عليه الصلوة والسلام- اربع من اعطيهن فقد اعطي خير الدنيا والاخرة: قلب شاكر, ولسان ذاكر, وبدن علي البلاء صابروزوجة لا تخون في ماله و فرجها اذا غاب عنها.

রাসুল সাঃ বলেছেন- যাকে চারটি বস্তু দেয়া হয়েছে তাকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দেয়া হয়েছে। ১- শুকরগুজার অন্ত্র, ২- জিকিরকারী জিহবা, ৩- বিপদে ধৈর্য্যধারনকারী দেহ এবং ৪- এমন স্ত্রী যে স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদ ও নিজের সতিত্বের হেফাজত করে।

وفي رواية : زوجة تعينه علي ايمانه-অপর বর্ণনা মতে যে স্ত্রী স্বামীকে ঈমানী কাজে সাহায্য করে।

 

৩। প্রসস্ত বাড়ীঃ البيت الواسع

وليسعك بيتك وابك علي خطيئتك (( في الحديث: اللهم وسع لي في داري))

তোমার ঘরটি যেন প্রশস্ত হয় আর তোমার ভূল-ত্রুটির জন্য কান্নাকাটি কর। অপর হাদিসে ঘর প্রশস্তের জন্য দোয়া করা হয়েছে- হে আল্লাহ আমার ঘরটি প্রশস্ত করে দাও।

৪। বৈধ উপার্জনঃ الكسب الطيب

-كلوا مما في الارض حلالا طيبا. البقرة.

আল্লাহ পাক এরশাদ করেছেন- জমিনে যা কিছু বৈধ ও পবিত্র তা থেকে তোমরা খাও। আল- বাকারা।

- قال عليه الصلوة والسلام: طلب كسب الحلال فريضة بعد فريضة.

রাসুল সাঃ বলেছেন- হালাল উপার্জন করা ফরজের পর আর একটি ফরজ।

 

৫। সৎ চরিত্র মানূষকে ভালবাসাঃ حسن الخلق والتؤدد للناس:

قال تعالي : وجعلني مباركا اينما كنت  ঈসা আঃ বাণীর বর্ণনা দিয়ে মহান আল্লাহ বলেছেন- আমি যেখানেই থাকিনা কেন আমাকে কল্যাণের অধিকারী করেছেন। সূরাঃ মরয়ম।

রাসুল সাঃ প্রশ্ন করে বলেছেন- : قال رسول الله صلي الله عليه وسلم: اتدرون ما اكثرما تدخل الناس الجنة تقوي الله وحسن الخلق.

তোমরা কি জানো কোন কাজ মানূষ বেশী জন্নাতে প্রবেশ করাবে ? রাসুল সাঃ নিজে উত্তর দিয়ে বলেছেন- আল্লাহ ভীতি ও সচ্চরিত্র।

 

৬। ঋণগ্রস্থতা ও অপব্যয় থেকে নিরাপদ থাকাঃ السلامة من الدين والاسراف في النفقة :

قال سبحانه: (لم يسرفوا ولم يقتروا),.

আল্লাহ তা'য়াল বলেছেন- তারা অপচয় করেনা এবং কার্পণ্য করে না।

(ولا تجعل يدك مغلولة الي عنقك ولا تبسطها كل البسط)

অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন- তুমি তোমার হাতকে ঘাড়ের সাথে বেধে রেখ না, একেবারে বিস্তৃতও করে দিও না।

৪৩২

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭