সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

এক মুসলমানের উপর অন্য মুসলিম ভাইয়ের অধিকার
প্রিন্ট
প্রকাশঃ : বৃহস্পতিবার ২৩/১১/২০১৭

حق المسلم علي المسلم ست এক মুসলমানের উপর অন্য মুসলিম ভাইয়ের অধিকারঃ

রাসুল সাঃ বলেছেন-

حق المسلم علي المسلم ست: قيل : ما هن يا رسول الله صلي الله عليه وسلم ؟ قال - اذا لقيته فسلمه , واذا دعاك فاجبه , واذا استنصحك فانصح له , وا ذا عطس فحمد الله فشمته , واذا مرض فعده , واذا مات فاتبعه. رواه مسلم, والترمذي , والنسائي.

এক মুসলমানের উপর অপর মুসলিম ভাইয়ের ছয়টি হক অধিকার রয়েছেঃ

রাসুল সাঃ কে জিজ্ঞাসা করা হল হে আল্লাহর রাসুল সে হক প্রাপ্যগুলো কি কি ? তখন তিনি জবাবে বললেন-

কোন মুসলমানের সাথে দেখা হলে তাকে সালাম দেয়া, কোন ব্যাপারে ডাকলে সাড়া দেয়া, যদি সে তোমার কাছে কোন উপদেশ চাই তাহলে তাকে সদোপদেশ দেয়া, যখন সে হাছি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে তখন জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা, অসুস্থ্য হলে সেবা যত্ন করা, যদি সে মৃত্যু বরণ করে তাহলে জানাযাই উপস্থিত হওয়া। রাসুল সাঃ সপ্তম একটি হক সংযোজন করেছেন- সেটি হলঃ শপথ পুর্ণ করা।

এছাড়া নিম্নোক্ত বিষয়গুলো মুসলমানদের অধিকারের অনর্ভূক্তঃ

৮। যদি কোন মুসলমান অন্য মুসলিম ভাইয়ের কাছে সাধ্যভূক্ত কোন সাহায্য চাই তাহলে তাকে সাহায্য করা।

৯। পরিশোধের সামর্থ মত ঋণ চাইলে ঋণ দেয়া।

১০। কল্যাণ প্রাপ্ত হলে তাকে আনন্দিত করা।

১১। নির্যাতিত হলে সাহায্য করা।

১২। অন্যায় করলে প্রতিহত করা বাধা দেয়া।

১৩। শত্রু যদি তাকে বন্দি করে তবে মুক্তির জন্য সর্বাত্বক প্রচেষ্টা চালানো।

১৪। কথায় ও কাজে তাকে কষ্ট না দেয়া।

১৫। বড় হলে শ্রদ্ধার সাথে সম্মান করা, ছোট হলে স্নেহসহকারে দয়া করা।

১৬। মুসলিম ভাইয়ের প্রতি নম্রতা ও কোমলতা প্রকাশ করা, অহংকার না দেখানো।

১৭। ভূল ত্রুটি ক্ষমা করা এবং দুষগুলো চুপিয়ে রাখা।

১৮। নিজের পছন্দিত বিষয় তার ব্যাপারেও পছন্দ করা, নিজের জন্য যা ঘৃণিত অপর ভাইয়ের জন্য তা অপছন্দ করা।

২০। মুসলিম ভাইয়ের সাথে স্বদাচরণ করা, তার কল্যাণ কামনা করা, তার থেকে দুঃখ-কষ্ট দূর করা, হাসিমুখে স্বাক্ষাৎ করা, তার অনুগ্রহ গ্রহণ করা, তার দুরাচরণ মা'ফ করা এবং সাধ্যের বাহিরে তাকে দায়িত্ব না দেয়া।

২১। তার ব্যক্তিত্বের প্রতি ইনসাফ করা, তার পূর্ণ অধিকার তাকে দেয়া। তার পছন্দমত ভালো ব্যবহার করা।

২২। দ্বন্দ্ব হলেও তিন দিনের অধিক তাকে পরিত্যাগ না করা।

২৩। ان لا يغتابه ,ولا ينم عنه حديثا للافساد ولا يحتقره,ولايعيبه ,ولا يخدعه , ولا يغدربه , ولا يخونه , ولايكذبه , ولا يغشه , ولا يماطله في قضاء دينه , ولا يحسده , ولا يحقد عليه , ولا يظن به سوء.

 

শেষ কথাঃ

কেননা মহান আল্লাহ সূরা আল হুজরাতে ইরশাদ করেছেন-

انما المؤمنون اخوة فاصلحوا بين اخويكم واتقوا الله لعلكم ترحمون. الاية: 10

রাসুল সাঃ বলেছেন-

المسلم اخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره التقوي ههنا ويشير الي صدره ثلث مراربحسب المرء من الشر ان يحقراخاه المسلم , كل المسلم علي المسلم حرام دمه وماله وعرضه. رواه مسلم برواية ابي هريرة- مشكوة: ص: 422

হে আল্লাহ আমাদেরকে তোমার প্রিয় বন্দা ঈমানদার মুলমান নর-নারীর প্রতি উত্তম ব্যবহার ও তাদের অধিকার সমূহ রক্ষা করার তাওফিক দাও।

اللهم صل وسلم وبارك علي سيدنا محمد وعلي اله واصحابه اجمعين ومن تبعهم باحسان الي يوم الدين.

والسلام عليكم ورحمة الله وبركاته.

১৭৯৯

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭