সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

ভুয়া চিকিৎসক থেকে সাবধান | মাসউদুল কাদির
প্রিন্ট
প্রকাশঃ : সোমবার ০২/১০/২০১৭

drসমাজে ধোঁকাবাজদের দৌরাত্ম্য নতুন নয়। মাল্টিপারপাস, এমএলএম থেকে শুরু করে সর্বত্র ধোঁকাবাজি প্রবণতাই যেনো সার। অন্তত জীবন নিয়ে তো ছেলেখেলা উচিত নয়। গাড়ি চালানো না শিখে ড্রাইভিং লাইসেন্সধারী হয়ে গাড়ি চালাতে তিনি তো মানুষ মারবেন। বিশেষত গ্রামে ভয়াবহ অবস্থা। ভুয়া চিকিৎসকের একটা দৌরাত্ম্য চলছে গ্রামে। কিছু ওষুধ নিয়েই দোকানে সাইনবোর্ড টানিয়ে দিচ্ছে ভুয়া ডাক্তাররা। ডেটওভার ওষুধও তারা গছিয়ে দিচ্ছে সাধারণ মানুষদের। এদের ঠেকানো না গেলে মৃত্যুর মিছিল যে থামবে না তা সহজেই বলা যায়। 

নীলফামারীতে হারুন-অর-রশীদ (২৭) নামের ভুয়া এক চিকিৎসককে কারাদণ্ড দিয়েছেন আদালত।  আমাদের নিশ্চয়ই তার কথা মনে আছে। আরও বিস্ময়কর পিসাচ মানব আবদুল করিম। এসএসসি পাস করেই বড় ডাক্তার! সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি নিয়েছিলেন। এক বছর পর চাকরি চলে যায়। এবার তিনি তাঁর নাম বদলে রাখেন ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর আলম। নামের শেষে লেখেন এমবিবিএস, এফসিপিএস সার্জারি, মেডিসিন, চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ।  কত্ত ক্ষমতা। দুই-চার অক্ষর কম লেখার দরকার কী? একটু বেশি বেশি জান্তা যদি সাইনবোর্ড লিখেই হওয়া যায় তাহলে আর কম লেখবেন কেনো? এই পরিচয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে এই ভুয়া চিকিৎসক চিকিৎসাসেবা দিয়েও বেড়ান। গত আগস্ট পুঠিয়ায় অস্ত্রোপচারের সময় নবজাতকসহ প্রসূতির মৃত্যু হলে অস্ত্রোপচার কক্ষ থেকে এই ব্যক্তি পালিয়ে যান। এরপর তাঁর নামে একটি হত্যা মামলা হয়। এরপর থেকে পুলিশ তাঁর পিছু নেয়। হত্যা মামলার আসামি হিসেবে পয়লা অক্টোবর দিবাগত রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান বলেন, গ্রেপ্তারের পর তাঁর প্রকৃত নাম জানা গেছে। এর আগ পর্যন্ত তিনি বিভিন্ন ক্লিনিকে অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জাহাঙ্গীর নামে অস্ত্রোপচার করতেন। এই আবদুল করিমের বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়নাচকপাড়া গ্রামে।

প্রশ্ন হলো, আমরা কবে মানুষ। যে মানুষ রিক্সা চালিয়ে খাবে। আর গর্ববোধ করবে, আমি একজন মানুষ। নিজে নিজে পয়সা কামানোর জন্য মানুষখুনের দায়িত্ব গ্রহণ করার খেসারত কী- তা কি আমরা জানি? এটা আমাদের সবারই জানা থাকা দরকার। সমাজকে সুন্দর করতে চাইলে এসব ভুয়া সবধরনের নকলবাজকে প্রতিহত করতে হবে। এ ছাড়া সমাজ কলঙ্কমুক্ত হবে না।

৪৭০

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭