সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

প্রশ্ন উত্তরে কুরঅানের জ্ঞান
প্রিন্ট
প্রকাশঃ : বৃহস্পতিবার ১৬/১১/২০১৭

প্রশ্ন উত্তরে কুুরঅানের জ্ঞান 

প্রঃ পবিত্র কুরআনে মোট সূরা কতটি?
উঃ১১৪ টি।
প্রঃ পবিত্র কুরআনেরর প্রথম সূরার নাম কি?
উঃ ফাতিহা।
প্রঃ পবিত্র কুরআনে সবচেয়ে বড় সূরা কোনটি?
উঃ সূরা বাকারা।
প্রঃ পবিত্র কুরআনে সবচেয়ে ছোট সূরা কোনটি?
উঃ সূরা কাওছার।
প্রঃ পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি এবং কোন সূরায়?
উঃ সূরা বাকারার ২৮২নংআয়াত।
প্রঃ পবিত্র কুরআনেরর মধ্যে সবচেয়ে ফযিলত পূর্ণ আয়াত কোনটি?
উঃ আয়াতুল কুরসী।
প্রঃফরয নামাযের পর কোন আয়াতটি পাঠ করলে, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোন বাধা থাকে না?
উঃ আয়াতুল কুরশী।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি পাঠ করলে, কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়?
উঃ সূরা মূলক।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি কুরআনের এক তৃতীয়াংশেরর সমান?
উঃ সূরা ইখলাস।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরার প্রতি ভালবাসা থাকলে, মানুষকে জান্নাতে নিয়ে যাবে?
উঃ সূরা ইখলাস।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি কুরআনের চতুর্থাংশের সমপরিমাণ?
উঃ সূরা কাফিরূন।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি জুমআর দিন বিশেষ ভাবে পাঠ করা মুস্তাহাব?
উঃ সূরা কাহাফ।
প্রম পবিত্র কুরআনের কোন সূরার প্রথমাংশ তিলাওয়াত কারীকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবে?
উঃ সূরা কাহাফের প্রথম দশটি আয়াত।
প্রঃ পবিত্র কুরআনের কোন দু'টি সূরা জুমআর দিন ফজরের নামাযে তিলাওয়াত করা সুন্নত?
উঃ সূরা সাজদা ও দাহর।
প্রঃ পবিত্র কুরআনের কোন দু'টি সূরা জুমআর নামাযে তিলাওয়াত করা সুন্নত?
উঃ সূরা আ'লা ও গাশিয়া।
প্রঃ পবিত্র কুরআনে কত বছরে নাযিল হয়?
উঃ তেইশ বছরে।
প্রঃ "মুহাম্মদ " সাঃ এর নামটি পবিত্র কুরআনে কত স্থানে উল্লেখ হয়েছে?
উঃ চার স্থানে। ১/সূরা আল ইমরান।(১১৪নংআয়াত)
২/সূরা আহযাব।(৪০নংআয়াত)
৩/সূরা মুহাম্মদ। ২নংআয়াত)
৪/ সূরা ফাতাহ্। (২৯নংআয়াত)
প্রঃ পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন আয়াত নাযিল হয়?
উঃ সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত।
প্রঃ পবিত্র কুরআনের কোন আয়াতটি সর্বশেষ নাযিল হয়?
উঃ আল্লাহ তা'আলা বলেন- ﻭﺍﺗﻘﻮﺍ ﻳﻮﻣﺎً ﺗﺮﺟﻌﻮﻥ ﻓﻴﻪ ﺇ ﻟﻲ ﺍﻟﻠﻪ ﺛﻢ ﺗﻮﻓﻲ ﻛﻞ ﻧﻔﺲ ﻣﺎﻛﺴﺒﺖ ﻭﻫﻢ ﻻ ﻳﻄﻠﻤﻮﻥ
সূরা বাকারার ২৮১ নংআয়াত।
ইবনু আবী হাতেম সাঈদ বিন জুবাইর রাঃ থেকে বণর্না করেন যে, এই আয়াত নাযিল হওয়ার পর নবী কারীম সাঃ নয় দিন জীবিত ছিলেন। (আল ইতক্বান ফি উলূমিল কুরআন)
প্রঃ পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্নারূপে নাযিল হয়?
উঃ সূরা ফাতিহা।
প্রঃ পবিত্র কুরআন প্রথম যুগে কি ভাবে সংরক্ষিত ছিল?
উঃ সাহাবায়ে কিরামের স্নৃতিতে, লিখিত অবস্থায় চামড়ায়, হাড়ে, পাতায় ও পাথরে।
প্রঃ সর্বপ্রথম কে পবিত্র কুরআন একত্রিত করেন?
উঃ আবু বকর রাঃ।
প্রঃ কোন সাহাবীকে কুরাআন একত্রিত করার দায়িত্ব দেয়া হয়ে ছিল?
উম যায়েদ বিন ছাবেত রাঃ কে।
প্রঃ কার পরামর্শে এই কুরাআন একত্রিত করনের কাজ শুরু হয়?
উঃ ওমর বিন খাত্তাব রাঃ।
প্রঃ রাসূল সাঃ এর ওহী লেখক কে কে ছিলেন?
উঃ হযরত আলী বিন আবী তালেব, মু'আবিয়া বিন আবী সুফিয়ান, যায়েদ বিন ছাবেত ও উবাই বিন কা'ব প্রমুখ রাঃ।
প্রঃ কোন যুগে কার নির্দেশে কুরাআনের অক্ষরে নকতা দেয়া হয়?
উঃ উমাইয়া খালীফা আব্দুল মালিকের যুগে হাজ্জাজ বিন ইউসূফের নির্দেশে একাজ হয়।
প্রঃ কুরআনের নকতা দেয়ার কাজটি কে করেন?
উঃ নসর বিন আছেম বিন ই'য়ামান রহঃ।
প্রঃ কুরআনে কে হরকত (যবর, যের, পেশ) ইত্যাদি সংযোজন করেন?
উঃ খলীল বিন আহমদ আল ফারাহীদি রহঃ।
প্রঃ পবিত্র কুরআনে কতবার "দুনিয়া" শব্দটি এসেছে?
উঃ ১১৫ বার।
প্রঃ পবিত্র কুরআনে কতবার "আখরাত" শব্দটি এসেছে?
উঃ ১১৫ বার।
প্রঃ পবিত্র কুরআনে কতটি অক্ষর রয়েছে?
উঃ ৩২৩৬৭১টি।
প্রঃ পবিত্র কুরআনে কতটি শব্দ আছে?
উঃ ৭৭৪৩৯ টি।
প্রঃ পবিত্র কুরআনে কতটি আয়াত আছে?
উঃ ৬৬৬৬ টি।
প্রঃ কোন সূরার শেষ দু'টি আয়াত কোন মানুষের রাতে পাঠ করলে তার জন্য যথেষ্ট হবে?
উঃ সূরা বাকারার শেষের আয়াত দু'টি। (২৮৫ ও২৮৬ নংআয়াত)
প্রঃ পবিত্র কুরআনে কতটি সিজদা আছে এবং কোন কোন সূরায়?
উঃ ১৪ টি সিজদা। (সূরা আ'রাফে-২০৬নংআয়াত)
(সূরা রা'দ_১৫নংআয়াত) (সূরা নাহল-৪৯ নংআয়াত)
(সূরা ইসরা-১০ নংআয়াত) (সূরা মারইয়াম-৫৮ নংআয়াত) (সূরা হজ্জ্ব-১৮ও৭৭ নংআয়াত)
(সূরা ফুরকান-৬০ নংআয়াত) (সূরা নামল-২৫ নংআয়াত) (সূরা সিজদা-১৫ নংআয়াত)
(সূরা সোয়াদ-২৪ নংআয়াত) (সূরা হা-মীম আস সাজদাহ-৩৭ নংআয়াত) (সূরা নাজম-৬২ নংআয়াত) (সূরা ইনশিক্বক-২১ নংআয়াত) (সূরা আলাক-১৯ নংআয়াত)
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরায় দু'টি সিজদা রয়েছে?
উঃ সূরা হজ্জ্ব।
প্রঃ পবিত্র কুরআনে কতবার "রহমান"শব্দটি উল্লেখ হয়েছে?
উঃ ৫৭ বার।
প্রঃ পবিত্র কুরআনে কতবার "জান্নাত"শব্দটি এসেছে?
উঃ ১৩৯ বার। (এক বচন, দ্বিবচন, বহুবচন শব্দে)
প্রঃ পবিত্র কুরআনে কতবার "জাহান্নাম"শব্দটি এসেছে?
উঃ ৭৭ বার।
প্রঃ পবিত্র কুরআনে কতবার "আগুন" শব্দটি এসেছে?
উঃ১২৬ বার।
প্রঃ পবিত্র কুরআনে কতবার " ﺍﻟﺤﻤﺪ ﻟﻠﻠﻪ ﺭﺏ ﺍﻟﻌﻠﻤﻴﻦ "
বাক্যটি এসেছে?
উঃ ৬ বার।
প্রঃ পবিত্র কুরআনে কোন আয়াতে আরবী ২৯টি অক্ষরই রয়েছে?
উঃ সূরা ফাতাহ্। (২৯ নংআয়াত)
প্রঃ " ﺍﻟﻤﻐﻀﻮﺏ ﻋﻠﻴﻬﻢ " দ্বারা কাদেরকে বুঝানো হয়েছে এবং "ﺍﻟﻀﺎﻟﻴﻦ " দ্বারা কাদেরকে বুঝানো হয়েছে?
উঃ "ﺍﻟﻤﻐﻀﻮﺏ ﻋﻠﻴﻬﻢ " দ্বারা ইহুদীদেরকে বুঝানো হয়েছে এবং "ﺍﻟﻀﺎﻟﻴﻦ " দ্বারা খৃষ্টানদেরকে বুঝানো হয়েছে।
প্রঃ পবিত্র কুরআনে কোন সূরায় "ﻙ " অক্ষরটি নেই?
উঃ সূরা কুরাঈশ,ফলাক, ও আছর।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরায় দু'বার " ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻴﻢ " রয়েছে?
উঃ সূরা নামল।(২৭ নংআয়াত)
প্রঃ পবিত্র কুরআনেরর কোন সূরার প্রথমে " ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻴﻢ " নেই?
উঃ সূরা তাওবা।
প্রঃ পবিত্র কুরআনে মোট কতবার " ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻴﻢ " রয়েছে?
উঃ ১১৪ বার।
প্রঃ কোন সূরা সর্ম্পকে ইমাম শাফেয়ী বলেন, এ সূরাটি ব্যতিত অন্য সূরা নাযিল না হলেও যথেষ্ট ছিল?
উঃসূরা আছর।
প্রঃ পবিত্র কুরআনে কতজন নবীর নাম উল্লেখ করা হয়েছে?
উঃ ২৫ বার।
প্রঃ মাক্কী সূরা ও মাদানী সূরা বলতে কি বুঝায়?
উঃ মাক্কী সূরা হলো যা মদীনায় হিজরতের পূর্বে নাযিল হয়েছে। আর মাদানী সূরা হলো যা মদীনায় হিজরতের পর নাযিল হয়।

১৭৭১

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭