সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

সকল আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল।
প্রিন্ট
প্রকাশঃ : শনিবার ২৮/১০/২০১৭

عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه وسلم انما الاعمال باالنيات وانما لامري ما نوي فمن كانت هجرته الي الله و رسوله فهجرته الي الله ورسوله ومن كانت هجرته الي دنيا يصيبها او امراءة يتزوجها فهجرته الي ما هاجر اليه (متفق عليه) খলিফাতুল মুসলিমীন হযরত উমর ইবনে খাত্তাব (রাঃ) হতে বর্ণিততিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান-সকল কর্মই নিয়তের উপর নির্ভরশীলআর প্রত্যেক মানুষের জন্য তা ই রয়েছে যা সে নিয়ত করেসুতরাং যার হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের দিকে হবে (সন্তুষ্টির উদ্দেশ্যে হবে )তার হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের দিকেই (পরিগনিত) হবেআর যার হিজরত দুনিয়া লাভের উদ্দেশ্যে কিংবা কোন নারীকে বিয়ে করার উদ্দেশ্যে হবে; তার হিজরত সে দিকে ই গণ্য হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে।(বুখারী ও মুসলিম)

প্রকাশ থাকে যে,হাদীস খানা জনৈক ব্যক্তি যে উম্মে ক্বায়েস নামীয় মহিলাকে বিয়ে করার জন্য হিজরত করেছিল;তাকে কেন্দ্র করে বর্ণিত হয়েছিলযদিও ব্যক্তি কেন্দ্রীক হাদীস; কিন্তু তার হুকুম আম বা সকলের জন্য ব্যাপকঅর্থাৎ আমল হবে আল্লহ রাসূলের সন্তুষ্টির জন্যঅন্য কিছুর জন্য নয়এ জন্য ই নবীজি অন্য এক হাদীছে ইরশাদ করেন-ان الله لا يقبل من العمل الا ما كان له خالصاو ابتغي به وجهه (رواه النساءي) অর্থাৎ-নিশ্চয় আল্লাহ ঐ আমল ক্ববুল করেন না, যে আমলে ঐকান্তিকতা ও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নেই।(নাসায়ী)

সুতরাং আমল হবে লৌকিকতা মুক্ত প্রচারের মানসিকতা বিহীন।উদ্দেশ্য কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জন।এটা বাস্থবায়িত করতে হলেই প্রয়োজন নবীজির অনুসরণ,অনুকরণ।আর নিয়ত হচ্ছে মুমিনের ভাল আমলের নিয়ামক।বোখারী ভাষ্যকার আল্লামা বদর উদ্দীন আইনী বলেন-النيةهي القصد الي الفعل অর্থাৎ নিয়ত হচ্ছে কোন কর্মের প্রতি ইচ্ছা পোষন করা।আর ইসলামের বলয়ে নিয়ত ই হচ্ছে আমল গ্রহন যোগ্য হওয়ার উপায়।নিয়তের হেরফের হলে আমল আল্লাহর দরবারে গ্রহনযোগ্য হয় না।এজন্য ই হাদীস শাস্ত্রের বিশুদ্ধতম কিতাব বুখারী ও মুসলিম শরীফের সর্বপ্রথমেই নিয়তের হাদীস খানা সন্নিবেশিত করে

৭৮৬

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭