সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

সৎসঙ্গ অপরিহার্য একটি বিষয়
প্রিন্ট
প্রকাশঃ : মঙ্গলবার ২০/০৩/২০১৮

কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গী যদি ভাল না হয় সে তার সাথীকে ধ্বংসের অতল গর্ভে নিমজ্জিত করতে পারে। এমন কি সৎসঙ্গ দ্বারা বেইমান ঈমানদার এবং ঈমানদার বেইমান হয়ে যেতে পারে । তাই সঙ্গ নির্বাচনের ক্ষেত্রে খুবই সতর্কতার প্রয়োজন। মহান রাব্বুল আলামীন ঘোষণা করেছেন - كونوا مع الصادقين অর্থাৎ তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও।আল্লাহ মিথ্যাবাদীদেরকে ভালবাসেন না। তাই সাথী হিসেবে মিথ্যাবাদীকে বেছে নিলে সমূহ বিপদ ও অপদস্থতার সম্ভাবনা  উড়িয়ে দেয়ার কোন জো নেই। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি  ওয়াসাল্লামের নির্দেশনা থেকে ও আমরা বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পারি। এরশাদ হচ্ছে - عن عمران ابن حطان رضي الله تعالي عنه قال اتيت ابا ذر فوجدته في المسجد محتبيسا بكساء اسود وحده فقلت يا ابا ذر ما هذه الوحدة فقال سمعت رسول الله صلي الله عليه وسلم يقول الوحدة خير من جليس السوء والجليس الصالح خير من الوحدةوالاء الخير خير من السكوت والسكوت خير من املاء الشر . رواه البيهقي  অর্থাৎ - হযরত ইমরান ইবনে হিত্তান থেকে বর্ণিত। তিনি বলেন ,একদা আমি হযরত আবু যর গিফারীর নিকট গমন করলাম ,তখন তাকে আমি মসজিদে চাদর মুড়ি দিয়ে একাকি  বসাবস্থায় দেখতে পেলাম। আমি তাকে উদ্দেশ্য করে বললাম হে আবু যর ! এ একাকিত্বের কারণ কী?  তিনি বললেন ,আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মন্দ লোকের সাহচর্য অপেক্ষা একাকিত্ব উত্তম। আর একাকি চুপ করে থাকা থেকে সৎসঙ্গ অধিক উত্তম। আর ভাল কিছু শিক্ষা দেয়া চুপ থাকা অপেক্ষা উত্তম। আর মন্দ কিছু শিক্ষা দেয়া অপেক্ষা চুপ থাকা উত্তম। (হাদিসখানা বায়হাক্বী শরীফে বর্ণনা করেছেন )

সুতরাং সৎসঙ্গ মানুষকে সর্বোত্তম পর্যায়ে উপনীত করতে সাহায্য করে। তাই সকলের জন্য উচিত সৎসঙ্গে চলাফেরা করা। ওয়য়াল্লাহুল মোয়াফফিক্ব।

৩৫৭

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭