بسم الله الرحمن الريحمরমজানের শেষ দশকের পূর্ণ দশক ইতিকাফ করা সুন্নত। এছাড়া যে কোন সময়, ইচ্ছেমত সময়ের জন্য ইতিকাফ করা যায়। তবে তা সুন্নত ইতিকাফ হবে না। বরং নফল ইতিকাফ হবে।সুতরাং আপনি যদি রমজানের শেষ দশকের তিন দিন ইতিকাফ করেন,তাহলে তা নফল ইতিকাফ হবে, সুন্নত ইতিকাফ হবে না।عَنْ عَبْد...
بسم الله الرحمن الرحيمযদি তা গলার ভিতর প্রবেশ না করে, তাহলে রোযার কোন ক্ষতি হবে না।9277 – حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ جَابِرٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «لَا بَأْسَ أَنْ يَذُوقَ الْخَلَّ أَوِ الشَّيْءَ، مَا لَمْ يَدْخُلْ حَلْقَهُ وَهُوَ صَائِمٌ» (ا...
بسم الله الرحمن الرحيمজেনে বা ইচ্ছেকৃত না করার কারণে সময়ের আগেই ইফতারী করার কারণে আপনাদের কোন গোনাহ হবে না। কিন্তু সময়ের আগেই খানার গ্রহণ করার কারণে রোযাটি ভেঙ্গে গেছে। তাই রমজান পরবর্তী সময়ে উক্ত রোযাটি কাযা করে নিতে হবে।عَنِ ابْنِ عَوْنٍ، أَنَّ مُحَمَّدًا، تَسَحَّرَ وَهُوَ...
بسم الله الرحمن الرحيمরমজানের রাতে সেহরী খাওয়া মানেই রোযার নিয়ত করে ফেলা। আলাদাভাবে আর কোন নিয়তের প্রয়োজন নেই। যেহেতু আপনি রাতের বেলা রোযার জন্যই খানা খেয়েছেন, উক্ত খানা খাওয়াটাই রোযার নিয়ত হিসেবে ধর্তব্য হয়ে গেছে। আলাদাভাবে আর কোন নিয়তের দরকার নেই।তাই আপনার সেই দিনের রোযাটি বিশু...
بسم الله الرحمن الرحيمযাবে। রোযা ও নামায আলাদা ইবাদত। আলাদা ফরজ।فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ [٢:١٨٥]কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে,সে এ মাসের রোযা রাখবে। [সূরা বাকারা-১৮৫]والله اعلم بالصواب
بسم الله الرحمن الرحيمএক্ষেত্রে তার এখন বয়স কত? কত বছর থেকে রোযা ফরজ হয়েছে? প্রতি রোযায় আনুমানিক কতটি রোযা করে কাযা হয়েছে অনুমান করে একটি হিসেব বের করে প্রবল অনুমানের উপর একটি সংখ্যা নির্দিষ্ট করে ফিদিয়া আদায় করে দিন।من لا يدري كمية الفوائت يعمل بأكبر رأيه فإن لم يكن له رأي...
بسم الله الرحمن الريحمএতেকাফ শুদ্ধ হবার জন্য শরয়ী মসজিদ হওয়া আবশ্যক। যেহেতু উক্ত স্থানটি শরয়ী মসজিদ নয়, তাই তাতে ইতিকাফ আদায় করলে ইতিকাফ আদায় হবে না। বরং কাছাকাছি অন্য কোন মসজিদে ইতিকাফ করে নিবে।যদি উক্ত মহল্লায় আর কোন মসজিদ না থাকে, তাহলে উক্ত স্থানে ইতিকাফ করা শুদ্ধ হবে। [ফাতাও...
بسم الله الرحمن الرحيمটিভি দেখা, গান শোনা, মেয়েদের ছবি দেখা প্রতিটি গোনাহের কাজ। রমজান ছাড়া যেসব কাজ পাপ। সেসব কাজ রমজানে করা আরো বেশি মারাত্মক পাপ ও গোনাহ। তাই এসব থেকে প্রতিটি মুমিন মুসলিমের বিরত থাকা উচিত।যদিও কাজগুলো কবীরা গোনাহ পর্যায়ের। রোযার রূহানিয়্যাত এসব পাপের কারণে নষ্...
بسم الله الرحمن الرحيمরমজান মাসে জামাতের সাথে বিতর নামায পড়ার বিষয়টি এবং সাহাবায়ে কেরাম রাঃ থেকে প্রমাণিত।কিন্তু এর মাঝখানে লাইলাতুল কদরের নামে দুই রাকাত সালাতের সুযোগ দেয়ার কোন কথা সাহাবাগণ থেকে প্রমাণিত নয়।তাই এর উপর চাপাচাপি করা বা ইমাম সাহেব সুযোগ না দিলে অসন্তুটি প্রকাশ করা...
রোযা ভেঙ্গে গেছে। কাযা আদায় করতে হবে। কাফফারা লাগবে না।أَنَّ ابْنَ مَسْعُودٍ قَالَ ” فِي الْقُبْلَةِ لِلصَّائِمِ قَوْلًا شَدِيدًا، يَعْنِي يَصُومُ يَوْمًا مَكَانَهُ “. وَهَذَا عِنْدَنَا فِيهِ إِذَا قَبَّلَ فَأَنْزَلَ (السنن الكبرى للبيهقى-8106أَنَّ رَجُلًا لَقِيَ ابْنَ...
এপ্রিল মাসে আমরা বাংলাদেশীরা একটি উৎসব করে থাকি, তা হলো ১৪ই এপ্রিল। অর্থাৎ পহেলা বৈশাখে বাংলা নববর্ষ পালন করা। আমাদের দেশে প্রচলিত বঙ্গাব্দ বা বাংলা সন মূলত ইসলামী হিজরী সনেরই...বিস্তারিত
বায়তুল মোকাররম জাতীয় মসজিদবিস্তারিত