সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

কিয়ামতের আলামত/লক্ষণ
প্রিন্ট
প্রকাশঃ : সোমবার ২০/১১/২০১৭

কিয়ামতের আলামত/লক্ষণঃ

মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন -

فهل ينظرون الا الساعة ان تاتيهم بغتة فقد جاء اشرشطها فانا لهم اذا جائتهم ذكراهم -

سورة : محمد - 18

তারা শুধু এই অপেক্ষাই করছে যে, কেয়ামত আকষ্মাৎ তাদের কাছে এসে পড়ুক। বস্তুতঃ কেয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে। সুৎরাং কেয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে।

খাতামুন্নবিয়্যীন সাঃ এর আগমন কিয়ামতের প্রাথমিক একটি আলামত এমনি ভাবে চন্দ্র দ্বিখন্ডিত করার মুজেজাকে কুরাআনে اقتربت الساعة করে ব্যক্ত করা হয়েছে এটা কিয়ামতের অন্যতম লক্ষণ । এ গুলো কোরান অবতরণের সময় প্রকাশ পেয়েছিল। অন্যান্য আলামত সহীহ হাদীসসমূহে উল্লেখিত হয়েছে। বুখারী ও মুসলিমে বর্ণিত একটি হাদিস হযরত আনাস রাঃ হতে বর্ণিত আছে যে, তিনি রাসুলুল্লাহ সাঃ এর কাছে শুণেছেন- নিম্নোক্ত বিষয়গুলো কিয়ামতের সুস্পষ্ট আলামতঃ

عن انس سمعت رسول الله صلي الله عليه وسلم يقول ان من اشرشط الساعة : ان يرفع العلم, ويكثر الجهل, ويكثر الزنا, ويكثر شرب الخمر, ويقل الرجال, ويكثر النساء حتي يكون لخمسين امرءة القيم الواحد. وفي رواية يقل العلم ويظهر الجهل. متفق عليه: مشكوة: ص: 469.

জ্ঞান চর্চা উঠে যাবে, অজ্ঞানতা বেড়ে যাবে, ব্যভিচারের প্রসার হবে। মদ্য বেড়ে যাবে, পূরুষের সংখ্যা কমে যাবে এবং নারীর সংখ্যা বেড়ে যাবে। এমনকি পঞ্চাশ জন নারীর ভরণ পোষণ একজন পূরুষে করবে। অপর হাদিসে আছে এলেম হ্রাস পাবে এবং মুর্খতা ছড়িয়ে পড়বে।

যে অবস্থায় গজব নাজিলের অপেক্ষা করতে বলা হয়েছেঃ

হযরত আবু হুরাইরা রাঃ এর বর্ণনা, রাসুল্লাহ সাঃ এরশাদ করেন-

عن ابي هريرة قال قال رسول الله صلي الله عليه وسلم : اذا اتخذ الفئ دولا, والامانة مغنما, والزكوة مغرما, وتعلم لغير الدين, واطاع الرجل امراته, وعق امه, وادني صديقه, واقصي اباه, وظهرت الاصوات في المساجد, وساد القبيلة فاسقهم, وكان رعيم القوم ارذلهم, واكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف, وشربت الخمور, ولعن اخر هذة الامة اولها -

فارتقبوا عند ذالك ريحا حمراء وزلزلة و خسفا ومسخا وقذفا وايات تتابع كنظام قطع سلكه فتتابع- رواه الترمذي, مشكوة: ص: 470.

১। যখন যুদ্ধ লব্ধমালকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে এবং

২। আমানতকে গনিমত যুদ্ধলব্ধ মাল সাব্যস্ত করা হবে (অর্থাৎ হালাল মনে করে খেয়ে ফেলবে।)

৩। যাকাতকে জরিমানা মনে করা হবে। (অর্থাৎ আদায় করতে কুন্ঠিত হবে।)

৪। এলমে দ্বীন পার্থিব স্বার্থের জন্য অর্জন করা হবে।

৫। পূরুষ তার স্ত্রীর আনুগত্য করবে ও

৬। মায়ের অবাধ্যতা করতে শুরু করবে।

৭। বন্ধুকে নিকটে রাখবে ও পিতাকে দূরে সরিয়ে দেবে,

৮। মসজিদসমূহে হট্টগোল শুরু হবে,

৯। পাপাচারী ব্যক্তি কওমের নেতা হয়ে যাবে,

১০। হীনতম ব্যক্তি জাতীর প্রতিনিধিত্ব করবে,

১১। অত্যচারের ভয়ে দুষ্ট লোকদের সম্মান করা হবে,

১২। গায়িকা নারীদের গান-বাধ্য ব্যাপক হবে,

১৩। বাদ্যযন্ত্রের প্রসার ঘটবে।

১৪। মদ্য পান করা হবে

১৫। উম্মতের লোকের তাদের পূর্ববর্তীদের প্রতি অভিসম্পাত করতে থাকবে।

 

তখন তোমরা নিম্নোক্ত বিষয়গুলোর অপেক্ষা কর। একট রক্তিম ঝড়ের, ভূমিকম্পের, মানূষের মাটিতে প্রোথিক হয়ে যাওয়ার, আকার আকৃতি বিকৃত হওয়ার, আকাশ থেকে প্রস্তর বর্ষণের এবং কেয়ামতের অন্যান্য আলামতের, যেগুলো একের পর এক এভাবে প্রকাশ পাবে, যেমন মুতির মালা ছিড়ে গেলে দানাগুলো একটি একটি করে মাটিতে খসে পড়ে।

৫৫৭২

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭