সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

ইসলামই নম্র অাচরণ ও শালীন বচন শেখায়
প্রিন্ট
প্রকাশঃ : মঙ্গলবার ১৭/০৪/২০১৮

ইসলামই  নম্র আচরণ ও শালীন বচন শেখায় 

ইসলাম আমাদেরকে যে সকল সামাজিকতার নীতি -নৈতিকতা শিক্ষা দেয় তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ নীতি - আদর্শ হচ্ছে ,
সংশ্লিষ্ট সকলের প্রতি নম্র আচরণ করা ও তাদের সাথে সুন্দর ও শালীনতার সাথে কথা বলা।

■ মহান আল্লাহ এরশাদ করেন :
واحفض جناحك لمن اتبعك من المؤمنين ¤
" মু'মিনদের মধ্যে যারা তোমার অনুসারী , তুমি বিনম্র হও তাদের প্রতি ।"
● আশ  শুআরা : 215
■ মহান আল্লাহ আরো এরশাদ করেন : 
قول معروف ومغفرة خير من صدقة يتبعها اذى والله غنى حليم ¤
" ভালো কথা ও ক্ষমা প্রদর্শন ঐ দানের চাইতে উত্তম, যার পরে থাকে কষ্ট দেয়া।আল্লাহ অভাব মুক্ত,পরম সহনশীল।"
● আল বাকারা : 263

■ প্রিয় নবী হযরত ( স ) এর মূল্যবান বাণী :
اتقوا النار ولو بشق تمرة فمن لم يجد فبكلمة طيبة . 
"দোযখ  থেকে বাঁচার প্রচেষ্টা চালাও।খেজুরের একটি ফালা দানের মাধ্যমে হলেও।আর যে ব্যক্তি দান করার জন্য কিছু পাবে না , সে প্রচেষ্টা চালাবে ভালো কথা মাধ্যমে।
● সহীহ বুখারী ও সহীহ মুসলিম : হযরত আ'দী বিন হাতিম রা বর্ণিত । 
■ প্রিয় নবী আরো এরশাদ করেন : 
الكلمة الطيبة صدقة . 
" ভালো কথা সওয়াবের দিক দিয়ে সাদকার সমতূল্য"।
● সহীহ বুখারী ও সহীহ মুসলিম : হযরত আবু হুরাইরা রা বর্ণিত । 

মূলত নম্র আচরণ  ও শালীন বচন সংশ্লিষ্ট মানুষের মন জয়েব বড় হাতিয়ার।
জনৈক বিজ্ঞ জনের উক্তি :
" আমার জীবন লব্ধ শিক্ষা হল - সু  কথা  ও সুন্দর ভাষা মানুষকে যাদুগ্রস্ত করে তোলে এবং আটকে ফেলে তাদের অন্তরকে।
মানুষের মাংস তো আর খাওয়া যায় না , তার চামড়াও পরা যায় না।
তবে তার জিহ্বার মাধুর্য মানুষের মন টানে "।

ইসলামের দৃষ্টিতে মানুষের প্রতি রূঢ় আচরণ ও অশ্লীল কথা ঘৃণ্য ও  পরিত্যাজ্য ।
রূঢ় আচরণ ও অশ্লীল কথা মানুষ কে এক ঘরে করে তোলে  এবং ভদ্র সমাজ থেকে তাকে  দূরে  ঠেলে দেয়।

মহান আল্লাহ প্রিয় নবী হযরত ( স ) কে উদ্দেশ্য করে বলেন : 
فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك  •••
" আল্লাহর রহমতের বদৌলতে আপনি তাদের প্রতি নম্র হয়েছেন। আপনি যদি রূঢ় ও কঠোরচিত্ত হতেন তবে তারা আপনার আশেপাশ হতে সরে পড়ত "।
● আলে ইমরান : 159

প্রিয় নবী এরশাদ করেন : 
ان شر الناس منزلة من تركه او ودعه الناس اتقاء فحشه .
" মান- মর্যাদার দিক দিয়ে নিকৃষ্ট হচ্ছে ঐ ব্যক্তি , যার অশ্লীল কথার ভয়ে লোকেরা তাকে বর্জন করে"। 
● সহীহ বুখারী : হযরত আয়েশা রা বর্ণিত ।

আসুন , সংশ্লিষ্ট মহলের সাথে নম্র আচরণ করি, কথা বলি শালীন ভাবে।বর্জন করি রূঢ়তা,  নির্দয়তা ও অশ্লীলতাকে ।
কবির ভাষায়ঃ 

لا خيل  عندك  تهديها   ولا  مال ¤
فاليسعد النطق ان لم تسعد الحال
ভাবার্থ  -
দুঃখী জনের দেবার তরে 
অভাবীদের সেবার  তরে, 
না আছে তোর গাড়ি- ঘোড়া, 
না আছে তোর  মাল !
ভাষাটা তোর হোক সূমধুর ,
খারাপ হলেও  তোর হাল।

৪২৭

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭