সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস
প্রিন্ট
প্রকাশঃ : সোমবার ২৬/০৩/২০১৮

স্বাধীনতা আল্লাহর নিয়ামত
'
২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস
'
মহান আল্লাহ মানূষের জীবনে জাগতিক যত নিয়ামত প্রদান করেছেন তার অন্যতম নিয়ামত হল স্বাধীনতা। 
আমাদের স্বাধীনতার সাথে জড়িত অন্যতম দিবসগুলি হলো ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস। 
'
আল্লাহ পাক সকল মানূষকে সমান করে সৃষ্টি করেছেন। ধর্ম, বর্ণ, অঞ্চল বা অন্য কোনো কারণে কোনো জনগোষ্ঠীকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার বা শোষণ করার অধিকার কারো নেই। জুলুম, বঞ্চনা বা শোষণ থেকে আত্মরক্ষা করা এবং নিজের অধিকার আদায় করার জন্য সক্রিয় ও সচেষ্ট হওয়া মুমিনের দায়িত্ব ও অধিকার বলে কোরআন করিমে ঘোষণা করা হয়েছে। মু'মিনের বৈশিষ্ট্য বর্ণনা প্রসঙ্গে আল্লাহ তা'য়ালা বলেন: 
والذين اذا اصابهم البغي هم ينتصرون. 
এবং যারা অত্যাচারিত হলে প্রতিরোধ করেন। 
'
১২০৪ খৃস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার বাংলায় প্রথম স্বাধীন মুসলিম রাষ্ট্রের গোড়াপত্তন করেন। কালক্রমে বাংলায় অনেক স্বাধীন মুসলিম সোলতান রাজত্ব করেন। মাঝে মাঝে দিল্লির কেন্দ্রীয় শাসনের অধীন হলেও, অধিকাংশ সময় বাংলা স্বাধীন ছিল। অনার্য "গন্ডারিডাই" জাতি আর্য ধর্ম প্রত্যাখ্যান করে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পাশাপাশি অন্যান্য ধর্মের অনুসারীদের সাথে সৌহার্দ্য ও শান্তিতে বসবাস করেন। 
'
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রে ১৭৫৭ খৃস্টাব্দের ২৩ শে জুন পলাশীর যুদ্ধে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। মুসলিম প্রধান পূর্ববঙ্গের মানূষদেরকে অধিকতর অর্থনৈতিক, রাজনৈতিক, ও সামাজিক সুযোগে দানের জন্য ১৯০৫ সালের ১৬ ই অক্টোবর বৃটিশ শাসকরা বাংলা ভেঙ্গে পূর্ব বাংলা ও আসাম রাজ্য গঠন করে এবং ঢাকা পূর্ব বাংলার রাজধানী হয়। এতে পূর্ব বাংলা বা বর্তমান বাংলাদেশের জনগণের অধিকার লাভের সুযোগ ঘটে। কিন্তু উগ্র ভারতীয় জাতীয়তাবাদী হিন্দু নেতৃবৃন্দ বাংলা মায়ের খন্ডিত করণ রোধে "বন্দেমাতরম" বা মা তোমার বন্দান বা পূজা করি" শ্লোগান দিয়ে জোরালো আন্দোলন করেন। এক পর্যায়ে তারা সন্ত্রাস ও উগ্রতার পথ বেঁছে নেন। ৩০ শে এপ্রিল ১৯০৮ সালে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকী বড়লাটকে লক্ষ্য করে বোমা ছোড়ে পরে প্রফুল্ল আত্মহত্যা করে এবং ক্ষুদিরামের ফাঁসি হয়। এক পর্যায়ে ১৯১১ সালে বৃটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করে। তবে এ বঙ্গভঙ্গের ধারাবাহিকতাতেই পূর্ব বঙ্গের মুসলিম প্রধান বাঙালী জনগোষ্ঠী রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেন তার ধারাবাহিকতায় ১৯৪৭ সালে আমরা বৃটিশ উপনিবেশের অধীণতা থেকে স্বাধীনতা লাভ করি। 

আমাদের দায়িত্ব:

১. আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা

২. যে সব মানূষের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করা, প্রশংসা করা, তাদের আলোচনা করা, স্মরণ করা ও দোয়া করা। 

রাসুল সা বলেছেন,

من لم يشكر الناس لم يشكر الله

৪১১

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭