পাপ কাজ করলে দুনিয়াতেও যে ক্ষতি হয়
আমরা জানি পাপ কাজ দ্বারা পরকালিন
ক্ষতি হয় । কিন্তু দুনিয়াবী ক্ষতির কথা
কি জানি?
পাপ কাজ দ্বারা যে সব ক্ষতি হয়,
সে গুলি হচ্ছে-
* ১. দ্বীনী ইলম হতে মাহরুম ও বঞ্চিত
থাকতে হয়।
* ২. কামাই- রোজগারের বরকত উঠে যায়।
* ৩. আল্লাহর প্রতি মহাব্বত থাকে না।
* ৪. সৎলোকের কাছে যেতে ইচ্ছা হয় না।
* ৫. কাজে-কর্মে অনেক বাধা-বিঘ্ন এসে পড়ে।
* ৬. অন্তর কালো হয়ে যায়।
* ৭. হৃদয়ে শক্তি-সাহস থাকে না।
* ৮. নেক কাজ হতে মাহরুম থাকতে হয়।
* ৯. হায়াত কমে যায়।
* ১০. এক গুনাহের পর অন্য গুনাহ সংঘটিত
হতে থাকে। এতে তাওবা করার ইচ্ছা ক্রমশঃ
কমজোর হতে থাকে।
* ১১. কিছুদিন পর পাপের প্রতি যে একটা ঘৃণা
ছিল, সেটাও চলে যায়।
* ১২. মন্দ কাজে নমরুদ, শাদ্দাদ, ফির’আউন,
আবু জাহল প্রমুখ আল্লাহর দুশমনদের
উত্তরাধিকারী ও সহগামী হতে হয়।
* ১৩. আল্লাহর নিকট মান-সম্মান কিছুই
থাকে না।
* ১৪. অন্যান্য জীবজন্তু পাপের দরুণ
কষ্ট পেয়ে পাপীর প্রতি লা’নত করে।
* ১৫. জ্ঞান-বুদ্ধি হ্রাস পেতে থাকে।
* ১৬. রাসূলুল্লাহ (সাঃ)-এর বদ দু’আর ভাগী
হতে হয়।
* ১৭. ফেরেশতাগণের নেক দু’আ হতে মাহরুম
থাকতে হয়।
* ১৮. দেশের শস্য-ফসলাদিতে বরকত
থাকে না।
* ১৯. লজ্জা-শরম চলে যায়।
* ২০. আল্লাহ তা’আলার ভক্তি অন্তর থেকে
উটে যায়।
* ২১. আল্লাহর নেয়ামত হতে বঞ্চিত হয়ে যায়।
* ২২. বালা-মুসীবত নাযিল হয়।
* ২৩. তাকে প্রশংসা স্থলে নিন্দা করা হয়।
* ২৪. শয়তান তার চিরসাথী হয়ে যায়।
* ২৫. তার দিল পেরেশান থাকে।
* ২৬. মৃত্যুকালে তার মুখ দিয়ে কালিমা বের
হয় না।
* ২৭. আল্লাহ তা’আলার রহমত হতে নিরাশ
হয়ে অবশেষে তাওবা ব্যতিরেকেই তার
মৃত্যু হয় ইত্যাদি।
(কিতাবুল ঈমান, ১৪৯-১৫০ পৃষ্ঠা/
তালীমুদ্দীন, ৩৭-৩৮ পৃষ্ঠা)
২৫৫
০
০
কোন তথ্যসূত্র নেই
ঘুম আল্লাহ তাআলার একটি বিশাল নেয়ামত , এর মাধ্যমে তিনি......
প্রশ্নঃ জুম’আর ফরজের আগে ও পরে কত রাকআত সালাত আদায়......
প্রশ্ন : আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা আমাদেরকে অসংখ্য নেয়ামত দিয়ে......
অনেকেই বই পড়েন। কিন্তু যখন জিজ্ঞেস করা হয় কী পড়েছেন,......
প্রত্যেক মুসলিম শিশুর জন্য খাৎনা করা সুন্নাত। যেমন রাসূলুল্লাহ (ছাঃ)......
ইসলামে বিয়ের রুকন বা খুঁটি তিনটি: এক: বিয়ে সংঘটিত হওয়ার......
পশু উৎসর্গ করা হবে এক আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে যার কোন......
কিভাবে আপনার সন্তানদেরকে ন্যায়পরায়ণ করে গড়ে তুলবেন? সন্তানদেরকে সুষ্ঠুভাবে গড়ে......
সৃষ্টির শুরু থেকে বর্তমান যুগ পর্যন্ত মানুষের জীবনাচারের প্রতি লক্ষ্য......
দীর্ঘ দিন সীমাহীন কষ্ট ও অবর্ণনীয় যাতনা সহ্য করে মা......