সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

খাবারের সময় বিভিন্ন সুন্নত ও আদব - ১
প্রিন্ট
প্রকাশঃ : মঙ্গলবার ১৮/০৯/২০১৮

আল্লাহ পাক বলেন- 
كلوا واشربوا ولا اسرفوا انه لا المسرفين. الاعراف.
খাও ও পান কর এবং অপব্যয় কর না। তিনি (আল্লাহ) অপব্যয়কারীদেরকে পছন্দ করেন না। 

‌‌‌# খাবার গ্রহণের সময় বিভিন্ন সুন্নত ও আদব# : হতে-১

১. খাবার গ্রহণের আগে ও পরে দুই হাত ক্ববজি পর্যন্ত ধৌত করা সুন্নত। যদি কেহ খাবার খাওয়ার জন্য মুখ মন্ডল ধৌত না করে তাহলে এটা বলা যাবে না যে, সে সুন্নত বর্জন করেছে। (বাহারে শরীআত) । 

২. খাবার খাওয়ার পূর্বে হাত ধৌত করে মুছে ফেলবে না। তবে খাবার শেষে হাত ধৌত করে মুছে ফেলতে পারবে। 

৩. খানা খাওয়ার সময় বাম পা বিছায়ে দিবে এবং ডান পা খাড়া রাখবে, অথবা দুই হাটু খাড়া রেখে কিংবা দুই হাটু ফেলে দুই পায়ের উপর বসবে। এই তিনটা থেকে যে কোন এক নিয়মে বসা সুন্নত। 

৪. প্রথম লুকমায় بسم الله দ্বিতীয় লুকমায় بسم الله الرحمن তৃতীয় গ্রাসে بسم الله الرحمن الرحيم বলবে। 
(কিমিয়ায়ে সা'য়াদত) 

৫. بسم الله উচ্চ স্বরে পাঠ করবে যাতে অন্যান্যদের স্মরণ হয়ে যায়। 

৬. পানাহার করার পূর্বে নিম্নোক্ত দোয়াটি পাঠ করলে খাদ্য ও পানীয়ে বিষ থাকলেও বিষে কাজ করবে না। দোয়া: 
بسم الله الذي لا يضر مع اسمه شئ في الارض ولا في السماء يا حي يا قيوم.

৭. খাদ্য গ্রহণের শুরুতে بسم الله বলতে ভুলে গেলে, যদি খাবারের মাঝখানে মনে পড়ে, তখন বলবে - 
بسم الله اوله واخره

৮. তরকারীর বাটি রুটি, ভাত তথা খাদ্যের উপর না রাখা। 

৯. হাত, চামচ ও ছুরি খাবার বা রুটি দিয়ে না মুছা। 

১০. বিছানায় দস্তরখানা বিছায়ে খাওয়া সুন্নত। হেলান দিয়ে, নগ্ন মাথা, হাতের উপর ভার দিয়ে, জুতা পায়ে বা শুয়ে শুয়ে খানা খাবে না। (فیضان سنت ) হতে। 

(চলবে) 

২৭১

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭