সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

যবেহের আহকাম
প্রিন্ট
প্রকাশঃ : বুধবার ১২/০৯/২০১৮

যবেহের আহকামঃ

হযরত শাদ্দাদ ইবনে আউস রাঃ থেকে বর্ণিত, রাসুল সাঃ ইরশাদ করেন, 
قال: ان الله كتب الاحسان علي كل شيئ فاذا قتلتم فاحسنوا القتفة  واذا ذبحتم فاحسنوا الذبح  وليحد احدكم شفرته فليرح ذبيحته.
নিশ্চয় আল্লাহ তা'য়ালা প্রতিটি প্রাণীর উপর ইহসান বা দয়াবান হওয়ার হুকুম করেছেন, তোমরা (কেছাছ হিসাবে) কাউকে হত্যা করলে, তখন উত্তম রুপে হত্যা কর। আর কোন প্রাণীকে যবেহ করলে উত্তমভাবে যবেহ কর।(যবেহ করার পূর্বে) তোমরা ছুরিকে ভালভাবে ধার করে নিবে। যেন পশুর প্রাণ সহজে বের হয়ে যায়। 

নিম্নে যবেহের হুকুম পেশ করা হলঃ

১। গলায় যবেহ করা
২। খাদ্যনালী, শ্বাসনালী ও রক্তনালী কর্তন করা । 
৩। যবেহের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবর বলা। 
৪। পশুর কষ্ট কম হওয়ার প্রতি যত্নবান হওয়া। 
৫। জীবিত পশুর কোন অঙ্গ না কাটা। 
৬। পশুর ঘাড়ের দিক দিয়ে যবেহ না করা। 

যবেহের পূর্বে মাকরুহ কাজসমুহের বর্ণনা। 

১। যবেহের পূর্বে পশুকে ঘাস-পানি ইত্যাদি না খাওয়ায়ে ক্ষুধার্ত, পিপাসার্থ রাখা মাকরুহ। 
২। যবেহ করার স্থানে টেনে হেচড়ে নিয়ে যাওয়া। 
৩। সহজ সঙ্গতভাবে না শোয়ায়ে অহেতুক জোর জবরদস্তি করা। 
৪। বাম কাত করে কেবলার দিকে করে না শোয়ায়ে এর বিপরীত করা। 
৫। ধারালো ছুরি ব্যবহার না করে ভোতা যন্ত্র দিয়ে যবেহ করা। 
৬। পশুর সামনে ছুরি ধার করা। 
৭। পশু শোয়ানোর পর যবেহ করতে দেরি করা। 
৮। এক পশুকে অন্য পশুর সামনে যবেহ করা। 
৯। পশুর মাথা পৃথক করা মাকরুহ। 
১০। যবেহের পর পরিপূর্ণ নিস্তেজ হওয়ার পূর্বে ছামড়া খসানো বা কোন অঙ্গ কাটা মাকরুহ। 

মাসয়ালাঃ যবেহের সময় যদি পশুর মাথা পৃখক হয়ে যায়, তাহলে পশুটি হালাল থাকবে। হারাম হবে না। হ্যাঁ পশুর মাথা পৃথক করা মাকরুহ। 
ফতওয়ায়ে মাহমুদিয়া-১৭/২৫৭।

২৬৯

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭