সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

ব্লো হোয়েল গেমস দ্বারা প্রভাবিত হয়ে যদি কোনো ব‍্যক্তি আত্মহত্যা করে তাহলে তার ক্ষেত্রে শরীয়তের বিধান কি? এবং গেমস নির্মাতার জন্য বিধান কি ? কে বেশি গুনাহগার হবে? আত্মহত্যার কি ?
প্রিন্ট
প্রকাশঃ : সোমবার ১৬/১০/২০১৭

ব্লু হোয়েল গেমস দ্বারা প্রভাবিত হয়ে যদি কোনো ব‍্যক্তি আত্মহত্যা করে তাহলে তার ক্ষেত্রে শরীয়তের বিধান কি? এবং গেমস নির্মাতার জন্য বিধান কি ? কে বেশি গুনাহগার হবে?
আত্মহত্যার কি ?
===================================================
আত্মহনন এক প্রকার হত্যা বিশেষ। যা বিভিন্নভাবে সংঘটিত হতে পারে।
১। নিষিদ্ধ ক্রিয়া সম্পাদন করার মাধ্যমে আত্মহনন করা। যেমন তলোয়ার বর্শা বা বন্দুকের দ্বারা অথবা বিষ পান করে আথবা উঁচূ চূড়া হতে পড়ে অথবা আগুনে বা পানিতে ঝাপ দিয়ে আথবা গলায় ফাঁস লাগিয়ে নিজেকে হত্যা করা।
২। কর্তব্য কাজ থেকে বিরত থাকার দরুন নিজেকে ধবংস করা। যথা খাদ্য পানীয় হতে বিরত থাকা, যথাযথ চিকিৎসা ত্যাগ করা অথবা আগুন বা পানিতে পড়ে যাওয়ার পর বা প্রাণী আক্রমণ করার পর তা হতে নিষ্কৃতি পাওয়া সম্ভবপর হওয়া সত্ত্বেও বাঁচতে চেষ্টা না করে মৃত্যু মুখে পতিত হওয়া। এটাও একপ্রকার আত্মহত্যা। যদিও এ বিষয়ে মতানৈক্য রয়েছে।
শরীয়তের দৃষ্টিতে আত্মহত্যাঃ 
সর্ব সম্মতিক্রমে আত্মহত্যা হারাম। এটা জঘন্যতম একটি কবীরা গোনাহ।
দলীল
১. আল্লাহ তায়ালা এরশাদ করেন,
وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ
অর্থ : “যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন, তাকে হত্যা করো না।”
[সূরা আনআম, ১৫১]
وَلَا تَقْتُلُوا أَنفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا
অর্থ : “আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু।” [সূরা নিসা: ২৯]
ফোকাহায়ে কেরাম বলেন, আত্মহত্যা করা অন্যকে হত্যা করার চেয়েও মারাত্মক অপরাধ। আত্মহত্যাকারী ফাসেক ও বিদ্রোহী। এমনকি কেউ কেউ বলেছেন, বিদ্রোহীর ন্যায় তাকে গোসল ও জানাজা দেয়া হবে না।
আত্মহত্যাকারীর বিধানাবলী
আত্মহত্যাকারী মুমিন না কাফের
১. বোখারী ও মুসলিম শরীফের হাদীস-
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَمَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ يَتَرَدَّى فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا مَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَتَوَجَّأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا ، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِسُمٍّ فَسُمُّهِ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا-
হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, নবী করীম সা. ইরশাদ করেন- যে ব্যক্তি পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করল সে চিরকাল জাহান্নামে থাকবে। যে ব্যক্তি লোহ জাতিয় জিনিস দ্বারা আত্মহত্যা করবে সে চির কাল জাহান্নামে থাকবে। যে বিষ প্রয়োগে আত্মহত্যা করবে সে চিরকাল জাহান্নামে থাকবে। [বুখারী : ৫৩৬২, মুসনাদে আহমদ : ৯৯৮৩, জামে তিরমিযী : ১৯৬৪]
২. বোখারী শরীফের হাদীস
كان برجل جراح فقتل نفسه فقال الله بدرنى عبدى بنفسه حرمت عليه الجنة.
যুদ্ধের ময়দানে এক ব্যক্তি আঘাতপ্রাপ্ত হলো তারপর যন্ত্রণা সহ্য না করতে পেরে আত্মহত্যা করল। আল্লাহপাক (ঐ ব্যক্তি সম্পর্কে) বলেন আমার বান্দা আমার চেয়ে অগ্রগামী হয়েছে বিধায় তার উপর জান্নাতকে আমি হারাম করে দিয়েছি। [বুখারী : ১২৯৮]
উক্ত হাদীসদ্বয় থেকে স্পষ্ট হয় যে, আত্মহত্যা কুফর। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে জান্নাত থেকে বহি®কৃত হওয়া ও চিরস্থায়ী জাহান্নামে প্রবিষ্ট হওয়া, কুফুরীর প্রতিদান। কিন্তু মাযহাব চতুষ্টয়ের কোন আলেমই আত্মহত্যাকারীকে কাফের আখ্যায়িত করেননি। কেননা কুফর হলো ঈমানকে অস্বীকার করা ও দ্বীন ইসলাম থেকে বের হয়ে যাওয়া। অথচ কবিরা গোনাহকারী সর্বসম্মতিক্রমে ইসলাম থেকে বের হয়না। কেননা অসংখ্য সহীহ হাদীসের দ্বারা প্রমাণিত যে, কবীরাগুনাহে লিপ্ত ব্যক্তি নাস্তিক নয়। প্রথমে তার শাস্তি হলেও পরে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে। এজন্য ফতোয়া তাতার খানিয়ার মধ্যে উল্লেখ রয়েছে, ইমাম আবু হানিফা ও ইমাম মুহাম্মদ রহ. বলেছেন, আত্মহত্যাকারীকে গোসল ও জানাজা দেয়া হবে।
ذكر فى الفتاوى الخانيه: المسلم اذا قتل نفسه فى قول ابى حنيفة و محمد يغسل ويصلى عليه.
এতে স্পষ্ট হয় যে, আত্মহত্যাকারী ইসলাম থেকে বের হবে না; বরং অন্যান্য গোনাহগার মুসলমানের মত সেও একজন ফাসেক মুসলমান।
আত্মহত্যাকারীর প্রতিদান
ফোকাহায়ে কেরামের ঐকমত্য অনুযায়ী যে ব্যক্তি আত্মহত্যার চেষ্টাসত্ত্বেও মৃত্যু বরণ না করে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। কারণ সে আত্মহননের চেষ্টা করেছে যা কবীরা গুনাহের অন্তর্ভূক্ত। তবে এজন্য তার উপর কোন প্রকার দিয়াত ওয়াজিব হবে না।
ولان عامر بن الأكوع بارز مرحبا يوم خيبر فرجع سيفه على نفسه فمات ولم يبلغنا ان النبى صلى الله عليه وسلم قضى فيه بدية ولاغيرها ولووجبت لبينه –
كذا ذكر فى صحيح المسلم ۲ :۱۴۴۰

ব্লো হোয়েল গেমস দ্বারা প্রভাবিত হয়ে যদি কোনো ব‍্যক্তি আত্মহত্যা করে তাহলে তার ক্ষেত্রে শরীয়তের বিধান কি?

উপরোক্ত আলোচনা মাধ্যমে বুঝাযায় ব্লু হোয়েল গেমস দ্বারা প্রভাবিত হয়ে কোন ব্যক্তি আত্মহত্যা করলে শরীয়তের বিধান আনুসারে আত্মহত্যা কারীর গোনাহ এর মধ্য অন্তর্ভুক্ত হবে ।

৩৫২

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭