সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

শান্তির প্রবাদবাক্য
প্রিন্ট
প্রকাশঃ : বৃহস্পতিবার ০৪/১০/২০১৮

 

প্রবাদবাক্য যে কোনো ভাষার সৌন্দর্য। সে-হিসেবে আরবি চমৎকার এক মধুর ভাষা। হয়ত এ-জন্যই আল্লাহ তাঁর পবিত্র বাণী অবতীর্ণ করেছেন এ ভাষায়। কেয়ামত পর্যন্ত এ-ভাষাকে চিরন্তন করে দিয়েছেন। আরবিভাষার মাধুর্য্য বেশি অনুভব হয় এরকম ছোট-ছোট অর্থপূর্ণ বাক্যসমূহে। আকারে ছোট। অথচ অর্থ ব্যাপক। এমনই মনকাড়া কিছু প্রবাদবাক্য নিচে উল্লেখ করা হলো:

أطوع الناس لله أشدهم بغضا لمعصيته
সে-ব্যক্তিই আল্লাহর সবচে বেশি অনুগত যে তাঁর অবাধ্য হতে সবচে বেশি ঘৃণা করে।
.
الغريب الناصح خير من القريب الغشاش
প্রতারক আত্মীয় থেকে হিতাকাঙ্খী অপরিচিত বেশি উত্তম।
.
إذا ابتليتم فاستتروا
যদি (আল্লাহর নাফরমানিতে) আক্রান্ত হয়ে পড়ো, গোপনে থেকো।
.
المنية ولا الدنية
তুচ্ছ জীবন থেকে সম্মানের মৃত্যু অনেক শ্রেয়।
.
أصحاب العقول في نعيم
বুদ্ধি ও বিবেকবানরা সুখে থাকে।
.
إن كان العسل حلوا فالنحل يلسع
মধুর স্বাদ নিতে হলে তো মৌমাছির দংশন খেতেই হবে।
No risk, no gain.
.
الظلم ظلمات
জুলুম হচ্ছে (কিয়ামতের) অন্ধকার।
.
رب بعيد أنفع من قريب
অনেক দূরবর্তী মানুষ কাছের মানুষ থেকে বেশি উপকারে আসে।
.
أمل بلا عمل شجرة بلا ثمر
কর্মছাড়া আশা ফলহীন বৃক্ষের ন্যায়।
.
على قدر لحافك مد رجليك 
মশারি অনুযায়ী পা ছড়ানো উচিত।
Cut your coat according to your cloth
.
حق من كتب بمسك أن يختم بعنبر
যে ভালো আচরণ করে তার সঙ্গে উত্তম ব্যবহার করা উচিত। এটা তার অধিকার।
.
من لم يقنع باليسير لم يكتف بالكثير
যে অল্পে তুষ্ট হয় না, তাকে বেশি দিলেও কুলায় না।
.
نعم حاجب الشهوات غض البصر
দৃষ্টিকে নিচু রাখা, রিপুর তাড়না দমনে উত্তম সহায়ক।

৩০৪

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭