সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

কুরআন মজিদে قربان এর প্রতি শব্দ
প্রিন্ট
প্রকাশঃ : রবিবার ১৯/০৮/২০১৮

কুরআন মজিদে قربان এর প্রতি শব্দ:
'
কুরবান قربان শব্দের প্রতি শব্দ ৪ টি: 

১. قربان এ শব্দটি কুরআন মজিদে ৩ টি আয়াতে এসেছে। 
ক. আলে ইমরান ১৩৮ নং আয়াত। 
الذين قالوا ان الله عهد الينا الا نؤمن لرسول حتي يأتينا بقربان تأكله النار، قل قد جائكم رسل من قبلي بالبينات وبالذي قلتم فلم قتلتموهم ان كنتم صادقين. 
সে সমস্ত লোক যারা বলে যে আল্লাহ আমাদেরকে এমন কোন রাসুলের উপর ঈমান না আনতে বলে রেখেছেন, যতক্ষণ না তারা আমাদের নিকট এমন কোরবানি নিয়ে আসবেন, যাকে আগুণ গ্রাস করে নেবে। তুমি তাদেরকে বলে দাও তোমাদের কাছে আমার পূর্বে বহু রাসূল নিদর্শন সমূহ এবং তোমরা যা আব্দার করেছ তা নিয়ে এসেছিলেন, তখন তোমরা তাদেরকে কেন হত্যা করেছিলে যদি তোমরা সত্যবাদী হয়ে থাক। 

খ. আল মায়েদা ২৭ নং আয়াত। 
واتل عليهم نبأابني ادم بالحق اذ قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر ، قال لاقتلنك، قال انما يتقبل الله من المتقين.
আপনি তাদেরকে আদমের দুই পুত্রের বাস্তব অবস্থা পাঠ করে শুনান। যখন তারা উভয়েই  কিছু কুরবানি পেশ করেছিল। তখন একজনের উৎসর্গ গৃহিত হয়েছিল, অন্য জননের কুরবানি কবুল হয়নি। সে (হাবিল) বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। সে (কাবিল) বলল, আল্লাহ ধর্মভীরুদের পক্ষ থেকেই তো গ্রহণ করেণ। 

গ. আল আহকাফের ২৮ নং আয়াত। 

فلولا نصرهم الذين اتخذوا من دون الله قربانا الهة، بل ضلوا عنهم وذالك افكهم وماكانوا يفترون. 

অতঃপর আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে সান্নিধ্য লাভের জন্যে উপাশ্য রূপে গ্রহণ করেছিল, তারা তাদেরকে সাহায্য করল না কেন ? বরং তারা তাদের কাছ থেকে উধাও হয়ে গেল। এটা ছিল তাদের মিথ্যা ও মনগড়া বিষয়। 

২. نسك এ শব্দটি ও কুরআন শরীফে ৩টি আয়াতে এসেছে। 
ক. সূরা: বাকারা ১৯৬ নং আয়াত। 
فمن كان منكم مريضا او به اذى من رأسه ففدية من صيام او صدقة او نسك .
তোমাদের মধ্যে যারা অসুস্থ হয়ে পড়বে কিংবা মাথায় যদি কোন কষ্ট থাকে, তাহলে তার পরিবর্তে রোজা পালন করবে বা খায়রাত দেবে অথবা কুরবানি করবে। 

খ. সূরা: আনআম ১৬২ নং আয়াত। 
قل ان صلوتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين.
আপনি বলুন, নিশ্চয় আমার নামায, আমার কুরবানি, আমার জীবন-মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহরই জন্যে। 

গ. সূরা: আল হাজ্জ ৩৪ নং আয়াত। 
ولكل امة جعلنا منسكا ليذكروا اسم الله على مارزقهم من بهيمة الانعام.
আমি সকল উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর দেয়া চতুষ্পদ জন্তু যবেহের সময় আল্লাহর নাম উচ্চারণ করে। 

৩. نحر শব্দটি সূরা: কাউছারে এসেছে। 
فصل لربك وانحر. 

সুতরাং আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কুরবানি দিন। 

৪. উদহিয়্যাহ الاضحية হাদিস শরীফ এ এই শব্দটির ব্যবহার অধিক এসেছে। 
قلنا يا رسول الله ما هذه الاضاحي ؟ قال سنة ابيكم.

২৭৯

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭