সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

যে সকল বিষয়ের প্রতি ঈমান আনতে হবে..............!
প্রিন্ট
প্রকাশঃ : মঙ্গলবার ১৯/০৯/২০১৭

যে সকল বিষয়ের প্রতি ঈমান আনতে হবে..............!

===================

১- আল্লাহ তাআলার উপর ঈমান আনা আল্লাহকে বশ্বিাস করা এবং আল্লাহর উপর ঈমান আনার র্অথ শুধু আল্লাহ তাআলার অস্তত্বি স্বীকার করা নয়; বরং অস্তত্বিরে প্রতি বশ্বিাসরে সঙ্গে সঙ্গে তনিি যে অনাদ,ি অনন্ত, চরিঞ্জীব তা স্বীকার করা। তার সফিাত র্অথাৎ মহৎ গুণাবলি স্বীকার করা এবং তনিি যে এক, অদ্বতিীয়, র্সবশক্তমিান ও দয়াময় এটাও স্বীকার করা এবং তনিি ব্যতীত অন্য কউে ইবাদতরে যোগ্য নয় একথা বশ্বিাস করা। ২- সবই আল্লাহ তাআলার সৃষ্ট এর উপর ঈমান রাখা প্রত্যকে মুসলমানকে এ বষিয়ে অকাট্য বশ্বিাস ও ঈমান রাখতে হবে য,ে ভাল-মন্দ ছোট বড় সমস্ত বষিয় ও বস্তুর সৃষ্টর্কিতা একমাত্র আল্লাহ তাআলা। সৃষ্টর্কিতা হসিবেে একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কউে নইে। ৩- ফরেশেতা সর্ম্পকে ঈমান রাখা ফরেশেতাগণ নস্পিাপ, তারা আল্লাহর প্রযি় ও ফরমাবরদার বান্দা। কোন কাজইে তারা বন্দিুমাত্র নাফরমানি করনো এবং তাদরে আল্লাহপ্রদত্ব ক্ষমতাও অনকে বশে।ি আল্লাহ তাআলা তাদরে উপর অনকে জম্মিাদারি র্অপণ করছেনে। ৪- আল্লাহর কতিাব সম্বন্ধে ঈমান রাখা পবত্রি কুরআন সর্ম্পকে এরূপ ঈমান রাখতে হবে য,ে এ মহান কতিাবটি কোন মানুষরে রচতি নয়; বরং তা আদ্যোপান্ত আল্লাহ তাআলার কালাম বা বাণী। পবত্রি কুরআন অক্ষরে অক্ষরে অকাট্য সত্য। এতদ্ভন্নি র্পূবর্বতী নবীগণরে প্রতি যসেব বড় বা ছোট কতিাব নাযলি হয়ছেলি, সবই অক্ষরে অক্ষরে সত্য ও অকাট্য ছলি। অবশ্য পরর্বতী কালে লোকরো ঐসব কতিাব বকিৃত ও পরর্বিতন করে ফলেছে।ে কন্তিু কুরআন শরীফকে শষে র্পযন্ত অপরর্বিততিরূপে সংরক্ষণ করার ভার স্বয়ং আল্লাহ তাআলাই নযি়ছেনে। সইে হসিবেে পবত্রি কুরআনকে কউে বকিৃত করতে পারবে না। ৫- পয়গাম্বরগণ সম্বন্ধে ঈমান রাখা বশ্বিাস রাখতে হবে য,ে নবী বা পয়গাম্বর বহু সংখ্যক ছলিনে। তারা সকলইে নষ্পিাপ ও বগেুণাহ ছলিনে। তারা স্বীয় দায়ত্বি যথাযথ আদায় করে গযি়ছেনে। আমাদরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তার আনীত শরীয়তই আমাদরে পালনীয়। ৬- আখরোত সম্বদ্ধে ঈমান রাখা আখরোতরে উপর ঈমান রাখার র্অথ এই য,ে কবররে সাওয়াল-জওয়াব ও ছাওয়াব-আযাব বশ্বিাস করা, হাশররে ময়দানে আদি হতে অন্ত র্পযন্ত পৃথবিীতে আগত সকল মানুষ একত্রতি হব,ে নকেি ও গুণাহ পরমিাপ করা হবে ইত্যাদরি প্রতি বশ্বিাস স্থাপন করা। র্অথাৎ কযি়ামত সম্বন্ধে যত কথা কুরআন ও হাদীসে এসছে,ে সব বশ্বিাস করা জরুরী। ৭- তাকদীর সম্বন্ধে ঈমান রাখা তাকদীর সম্বন্ধে কখনো র্তক-বর্তিক করবে না, বা মনে সংশয় সন্দহে স্থান দবিনো। দুনযি়াতে যা কছিু হয়ছে,ে হচ্ছে বা হবে সবই মহান আল্লাহর একচ্ছত্র নযি়ন্ত্রণাধীন ও হুকুমরে তাবদোর। আল্লাহ তাআলার ক্ষমতায়ই সবকছিু হয়। অবশ্য আল্লাহ মানুষকে ইচ্ছা ও কাজরে ইখতযি়ার দযি়ছেনে। মানুষ নজিরে ইখতযি়ার ও ইচ্ছায় ভাল-মন্দ যা কছিু করব,ে আল্লাহ তার প্রতদিান দবিনে। ৮- বহেশেতরে উপর ঈমান রাখা পবত্রি কুরআনরে অসংখ্য আয়াতে বহেশেতরে কথা উল্লখে আছ।ে আল্লাহ তাআলা নকেকার মুমনি বান্দাদরেকে বহেশেতে তাদরে আমলরে যর্থাথ প্রতদিান ও পুরস্কার দবিনে। তারা ঈমান ও নকে আমলরে বদৌলতে চরিকাল বহেশেতরে অফুরন্ত নযে়ামত ও শান্তি ভোগ করবনে। বহেশেতরে বাস্তবতা সর্ম্পকে দৃঢ় ঈমান রাখতে হব।ে ৯- দোযখরে উপর ঈমান রাখা পবত্রি কুরআনরে বহু আয়াতে দোযখরে উল্লখে আছ।ে আল্লাহ তাআলা কাফরি, ফাসকে ও বদকারদরেকে জাহান্নাম তথা দোযখে তাদরে কৃতর্কমরে উপযুক্ত পরনিাম বা শাস্তি দবিনে। কাফরিরা চরিকাল জাহান্নামে থাকব।ে আর গুণাহগার ঈমানদাররা জাহান্নামে নর্দিষ্টি মযে়াদরে শাস্তি ভোগরে পর ঈমানরে বদৌলতে জান্নাতে যাব।ে দোযখরে বাস্তবাতার উপর ঈমান রাখতে হব।ে ১০- অন্তরে আল্লাহর মুহাব্বত রাখা অন্তরে মহান আল্লাহর প্রতি র্সবদা মহব্বত বদ্ধমূল রাখতে হব।ে এমনকি দুনযি়ার সবকছিু থকেে আল্লাহ তাআলার মহব্বত বশেি হতে হব।ে মহান আল্লাহ পবত্রি কুরআন মজদিে ইরশাদ করনে - والذين آمنوا أشد حباً لله যারা মুমনি আল্লাহর প্রতি তাদরে মুহাব্বত প্রকট। চলবে ------------------------

৫২৫

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭