সংবাদ :
জাতীয় : জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইসলামিক বিশ্ব : আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম , হজের খুতবা সরাসরি সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায় আন্তর্জাতিক : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা প্রদান করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

  • টেক্সট সাইজ
  • A
  • A
  • A
  • |
  • রং
  • C
  • A
  • A
  • A

আব্দুল ক্বাদির জিলানী আল হাসানী ওওয়াল হোসাইনী( রা:) এর ইলমী দক্ষতা
প্রিন্ট
প্রকাশঃ : মঙ্গলবার ১০/০৭/২০১৮

আব্দুল কাদির জ্বিলানী হাসানী ওয়াল হুসাইনী(রাঃ) সমকালীন যুগের আলেমগনের মধ্যে অনন্য জ্ঞানের অধিকারী ব্যক্তিত্ব ছিলেন । ফক্বিহ হিসেবে তাঁর সমপর্যায়ের কোন ফক্বিহ পাওয়া ছিল দুরূহ ব্যপার । আল্লহর নবী সাল্লাল্লাহু আলাইহি ও্যাসাল্লামের হাদীছ এখানে প্রনিধান যোগ্য । من يرد الله خير يفقهه في الدين অর্থাৎ আল্লাহ তা’লা যাকে ভাল মনে করেন তাকেই দ্বীনের গভীর জ্ঞানে ধন্য করেন । (বুখারী ও মুসলিম)

বর্ণিত আছে এক ব্যক্তি শপথ করেছিলেন যে “ আমি যদি আল্লাহর এমন এবাদাত না করতে পারি । যে এবাদতে আমার শরিক পৃথীবির কোন লোক হবে না ; তাহলে আমার স্ত্রীর উপর তিন ত্বালাক্ব পতিত হবে”। উলামায়ে কেরামের কাছে উক্ত মাসয়ালা নিয়ে আসা হলে তারা ঐ ব্যক্তির স্ত্রীর উপরে ত্বালাক পতিত হওয়ার ফাত্বওয়া প্রদান করে দিলেন । প্রাচ্য এবং প্রাশ্চাত্যের  ফক্বিহ গণ এ মাসয়ালায় মজবুর হয়ে গেলেন ।সবাই স্ত্রীর উপর ত্বালাক পতিত হওয়ার পক্ষে অভিমত দিলেন । তারা বললেন, এ ব্যক্তি এমন কোন আমল কি ভাবে করবে ,যে আমল দুনিয়ার কোন মানুষ তার সাথে তার সময়ে একজন ও করবেনা ? তা হতে ই পারে না । কারণ তিনি নামাজ পড়লে পৃথিবীর কোন না কোন মানুষ এ সময় নামাজ পড়বে ই । অনুরূপ কোরআন তিলাওয়াত , তাহাজ্জুদ, রোযা ,হজ্জ ,যাকাত ,সদক্বা যা ই আদায় করুন না কেন; পৃথিবীর কোন না কোন মানুষ এ সময় অনুরূপ আমল করবেই। তাহলে তিনি শরিক বিহিন ইবাদাত কি ভাবে করবেন ? কিছুতেই তা হতে পারে না । বিধায় ঐ ব্যক্তির শপথ অনুযায়ী তার স্ত্রীর উপর ত্বালাক বর্তাবেই ।

সর্বশেষে মাসয়ালাটি আব্দুল কাদির জিলানী (রাঃ) এর কাছে নিয়ে আসা হল। তিনি লোকটির শপথের আদ্যপান্ত শুনে বললেন –“ লোকটিকে কা’বা শরীফের সামনে এনে সকল লোককে এখান থেকে সরিয়ে দাও। আর লোকটিকে একা একা কাবা শরীফ ত্বাওয়াফ করার ব্যবস্থা করে দাও। তাহলেই এ ত্বাওয়াফের ইবাদতে লোকটি শরীক বিহিন হল । সে যখন ত্বোয়াফ করবে পৃথিবীর আর কোন মানুষ তাওয়াফ করবে না”। আর এভাবেই তার স্ত্রীর উপর ত্বালাক পতিত হবে না । লোকটির শপথ রক্ষা হবে । আর তালাক থেকে তার স্ত্রী মুক্ত থাকবে । সুবহানাল্লাহ, 

(তথ্যসূত্র আখবারুল আখইয়ার আল্লামা আব্দুলহক্ব মোহাদ্দেছে দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি)

 

৪১৮

কোন তথ্যসূত্র নেই

আপনার জন্য প্রস্তাবিত

ইসলামিক ফাউন্ডেশন

To preach and propagate the values and ideals of Islam, the only complete code of life acceptable to the Almighty Allah, in its right perspective as a religion of humanity, tolerance and universal brotherhood and bring the majority people of Bangladesh under the banner of Islam

অফিসিয়াল ঠিকানা: অফিসিয়াল ঠিকানা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শের-এ- বাংলা নগর, ঢাকা -১২০৭