আমাদের সমাজের অনেকেই মোবাইলের রিংটোন হিসেবে গানের বাজনা, গান ইত্যাদি ব্যবহার করে থাকেন। এটা যে নিন্দনীয় তা আর বলার অপেক্ষা রাখে না। এর বিপরীতে কিছু ভাই আযান, কুরআন তিলাওয়াত ইত্যাদি রিংটোন হিসেবে ব্যবহার করে থাকেন। তাদের নিয়ত অবশ্যই ভালো। কিন্তু এ কাজটি উচিত নয়। কুরআন আল্লাহ সুবহানওয়াতালার কালাম। কুরআন তিলাওয়াত অনেক বড় সওয়াব ও ফযীলতের আমল। কুরআন তিলাওয়াত শোনাও অনেক সওয়াবের কাজ। তেমনি আযান আল্লাহ তাআলার তাসবীহ সম্বলিত কিছু বাক্যে, যা শরীয়তের গুরুত্বপূর্ণ প্রতীক তথা ‘শিআর’; এগুলো নিজেদের কাজে ব্যবহারের জন্য নয়।
মোবাইলে কল এসেছে- এ খবর দেওয়ার জন্য আল্লাহর পবিত্র কালাম-ওহী বা আযান-এর ব্যবহারের দ্বারা আল্লাহর কালামকে নিজের কাজে ব্যবহার করা হয়, যা নিন্দনীয় কাজ। তাছাড়া রিং আসলে মানুষ কল ধরা নিয়েই ব্যস্ত হয়- তিলাওয়াতের দিকে মনোযোগই দেয় না। আর মোবাইল নিয়ে টয়লেটে প্রবেশের পর ফোন এলে অপবিত্র স্থানে আল্লাহর নাম, তাসবীহ বা আল্লাহর কালামের ধ্বনি বেজে ওঠে। এতে যে চরমভাবে এর মর্যাদা ক্ষুণ্ন হয়- এ কথা কে না বুঝে।
সুতরাং রিংটোন হিসেবে এগুলোর ব্যবহার থেকে বিরত থাকা কর্তব্য। হাঁ, যে রিংটোনে গানের সুর বা বিশেষ কোনো তাল নেই তা ব্যবহারে দোষের কিছু নেই। যেমন অনেক মোবাইলে ল্যান্ডফোনের আওয়াযের মত বা সাইকেলের বেলের মত রিংটোন থাকে- এ ধরনের রিংটোন ব্যবহারে দোষ নেই। আমরা এ সকল বিষয়ে ইনশাল্লাহ সচেতন হবো।
৯৫৫
০
০
কোন তথ্যসূত্র নেই
গত কয়েকদিন আন্দোলনে আর পরিবহন শ্রমিকদের অবৈধ ধর্মঘটে দেশজুড়ে এক......
সুরা ফি'লে বর্ণিত আবাবিল সম্পর্কে আমাদের অনেকের ভুল ধারণা আছে।......
ইমাম বাতায়ন ইমামদের কল্যাণে প্রতিষ্ঠিত বাংলাদেশ সরকারের এক অভিনব ও......
আজকের বাংলাদেশের সবচেয়ে চর্চিত বিষয় সড়কে দুর্ঘটনা ও ট্রাফিক আইন......
আল্লাহ তাআলা আমাদের উপর নানারকম ইবাদতের বিধান জারি করেছেন; যাতে......
Praise be to Allaah. The things which the Muslim should......
কোরবানিকারী কোরবানির গোশত নিজে খেতে পারেন, হাদিয়া দিতে পারেন এবং......
আবারো বছর ঘুরে আমাদের মাঝে সমাগত হজ্ব ও কুরবানী। বাইতুল্লাহর......
ইমামরা ছিল সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। কিছুকাল আগ অবধিও এ......
আমাদের সমাজের অনেকেই মোবাইলের রিংটোন হিসেবে গানের বাজনা, গান ইত্যাদি......